ভিটামিন-ই পুরুষের ক্যান্সার ঝুঁকি বাড়ায়
সম্পূরক ভিটামিন ই ও সেলেনিয়াম গ্রহণে প্রোস্টেট ক্যান্সারসহ পুরুষের উচ্চ-মাত্রার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বলে এক গবেষণায় বেরিয়েছে। গবেষকরা বলছেন, শরীরে ভিত্তি পর্যায়ে উচ্চ মাত্রার সেলেনিয়াম থাকা পুরুষরা সেলেনিয়াম সম্পূরক গ্রহণ করলে তা বিষাক্ত মাত্রায় পৌঁছাতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শরীরে ভিত্তি পর্যায়ে নিম্ন মাত্রার সেলেনিয়াম থাকা পুরুষরা ভিটামিন ই গ্রহণ করলেও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে অতিরিক্ত ভিটামিন ই গ্রহণের ফলে সৃষ্ট ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে এই খনিজ উপাদনটি রক্ষা করে...
Posted Under : Health News
Viewed#: 135
See details.

